হোম > সারা দেশ > ঢাকা

বিশ্ব অস্টিওপোরোসিস দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নিটোরের হলরুমে হয় আলোচনা সভা। 

আলোচনা সভায় বলা হয়, দেশে পঞ্চাশোর্ধ্ব তিনজন নারীর মধ্যে একজন হাড়ের ক্ষয়জনিত রোগে বা অস্টিওপোরোসিসে ভুগছেন। আর এ বয়সের পুরুষদের প্রতি পাঁচজনের মধ্যে একজন ভুগছেন। অস্টিওপোরোসিস একটি নীরব রোগ হলেও এটি সময়মতো শনাক্ত এবং প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনধারা পরিবর্তন করে এই রোগের ঝুঁকি কমানো যায়। অস্টিওপোরোসিস দিবসের মাধ্যমে জনসচেতনতা বাড়িয়ে হাড়ের স্বাস্থ্য রক্ষা এবং সুস্থ জীবনের জন্য এগিয়ে আসা জরুরি। এছাড়া ভিটামিন ‘ডি’ ও ক্যালসিয়ামের অভাব হলে অস্টিওপোরোসিস দেখা দিতে পারে। তাই এ রোগের বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। 

ডা. সারোয়ার জাহানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান, অধ্যাপক সরোয়ার ইবনে সালাম, অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ডা. তোফায়েল হোসাইন, অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, সহযোগী অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসাইন, সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীন, সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জহিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মো. ওয়াকিল আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. সুবীর হোসাইন, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ডিরেক্টর সেল আব্দুস সোবহান, সেলস ম্যানেজার মো. আশরাফুল হক, সেলস ম্যানেজার জাহিদুল ইসলাম, জোনাল ম্যানেজার মো. জাহিদ হোসাইন, পোর্টপোলিও ম্যানেজার রুহুল মাহবুব, ব্যান্ড ম্যানেজার নাশিদ কামাল লিংকন ও মোহসিনা মাহমুদ।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না