আজ মঙ্গলবার চলমান লকডাউনের ষষ্ঠ দিন। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ভ্রাম্যমাণ আদালতে ২৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় জরিমানা করা হয়েছে প্রায় ১২ হাজার টাকা।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ডিএনসিসির উত্তরা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি মামলায় দুই হাজার টাকা এবং একই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নয়টি মামলায় তিন হাজার টাকা, পল্লবী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নয়টি মামলায় ২ হাজার ৮৫০ টাকা এবং মানিকদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১০টি মামলায় ৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।