হোম > সারা দেশ > গাজীপুর

ছেলের বাসায় বেড়াতে এসে সিলিন্ডার বিস্ফোরণে মায়ের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কদরজান বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিএমপি সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকালে মহানগরীর মারিয়ালী কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কদরজান বেগম ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গুমগাঁও গ্রামের আ. হাকিমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ছোট ভাইকে নিয়ে কদরজানের বড় ছেলে ফারিদ হোসেন গাজীপুর মহানগরীর মারিয়ালী কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালান। গত ৭ জানুয়ারি ছেলেদের দেখতে মা কদরজান বেগম গাজীপুরে আসেন। বুধবার সকাল ৮টার দিকে ছেলেরা বাড়ি থেকে কাজের উদ্দেশে বের হন। পরে কদরজান সকাল ১০টার দিকে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করতে গেলে বিকট শব্দে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে এবং তাদের রান্নাঘরসহ পাশের আরও দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ভস্মীভূত ঘর থেকে অগ্নিদগ্ধ কদরজানের মরদেহ উদ্ধার করা হয়। পরে জিএমপি সদর থানার পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের বরাত দিয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, ‘কদরজান তিন দিন আগে ছেলেদের সঙ্গে দেখা করতে গাজীপুরে ছেলের ভাড়া বাড়িতে আসেন। বুধবার সকালে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।’ 

তিনি আরও জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বুধবার সকাল ৯টার দিকে আধাপাকা টিনের ঘরের ভেতরে গ্যাস সিলিন্ডারে রান্না করতে যান কদরজান। এ সময় সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। পরে নিহতের স্বজন ও প্রতিবেশীরা ফায়ার স্টেশনে খবর দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যেতে যেতে ঘর ও ঘরে থাকা কদরজানসহ মালামাল পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন