হোম > সারা দেশ > নরসিংদী

ঘোড়াশালে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রকৌশলীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশের ঘোড়াশালে মোটরসাইকেলে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মো. খোরশেদ আলম (৪৫) নামের এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘোড়াশাল রেলস্টেশনের অদূরে চামড়াব এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। 

নিহত খোরশেদ আলম মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার মো. সাদেক আলীর ছেলে। তিনি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী এবং ওই বিদ্যুৎকেন্দ্রের মাধবী কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করতেন। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন খোরশেদ আলম। সকাল ৯টার দিকে ঘোড়াশাল চামড়াব এলাকার রেলক্রসিংয়ের সামনে পৌঁছান তিনি। 

রেলক্রসিংয়ের গেটম্যান আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশালে পৌঁছার সংকেত পেয়ে বাঁশ দিয়ে তৈরি রেলক্রসিংটি আটকে দেওয়া হয়। এর পরও খোরশেদ আলম দ্রুত রেলক্রসিংটির নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের ধাক্কায় দুই রেললাইনের মাঝে ছিটকে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’ 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে খোরশেদ আলমের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ