হোম > সারা দেশ > নরসিংদী

ঘোড়াশালে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রকৌশলীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশের ঘোড়াশালে মোটরসাইকেলে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মো. খোরশেদ আলম (৪৫) নামের এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘোড়াশাল রেলস্টেশনের অদূরে চামড়াব এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। 

নিহত খোরশেদ আলম মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার মো. সাদেক আলীর ছেলে। তিনি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী এবং ওই বিদ্যুৎকেন্দ্রের মাধবী কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করতেন। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন খোরশেদ আলম। সকাল ৯টার দিকে ঘোড়াশাল চামড়াব এলাকার রেলক্রসিংয়ের সামনে পৌঁছান তিনি। 

রেলক্রসিংয়ের গেটম্যান আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশালে পৌঁছার সংকেত পেয়ে বাঁশ দিয়ে তৈরি রেলক্রসিংটি আটকে দেওয়া হয়। এর পরও খোরশেদ আলম দ্রুত রেলক্রসিংটির নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের ধাক্কায় দুই রেললাইনের মাঝে ছিটকে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’ 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে খোরশেদ আলমের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট