হোম > সারা দেশ > ঢাকা

দেখা মিলল অন্য রকম কমলাপুর রেলস্টেশনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন ঈদুল ফিতরে রেলের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার। তবে সেই চিরচেনা কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র বদলে গেছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রির কারণে স্টেশনে টিকিটের কোনো লাইন নেই, নেই রাতভর অপেক্ষা।

আজ কমলাপুরে গিয়ে দেখা যায়, টিকিট যাঁরা কিনতে এসেছেন তাঁরা সবাই নিয়মিত যাত্রী। আজ পাওয়া যাচ্ছে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। আজ অনেকেই স্টেশনে এসেছেন না জেনে। এমন একজন পঞ্চগড়ের জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘আমি মূর্খ মানুষ। আমি তো জানি না। টিকিট কাটতে এসে দেখি সব নেটে নিতে হবে।’

স্টেশনে অনেকেই এসেছেন অগ্রিম টিকিট নিতে। কেউ কেউ অনলাইনে নির্দিষ্ট রুটের টিকিট না পেয়ে ক্ষোভ ঝাড়ছেন। দিনাজপুরের কেয়া পারভীন বলেন, তিনি দিনাজপুর যাবেন, তবে নিবন্ধন করে টিকিট কাটতে গিয়ে দেখতে পান টিকিট নেই। তাই স্টেশনে এসেছেন। এখানে এসেও টিকিট পাননি। কেয়ার প্রশ্ন, ‘এভাবে সব অনলাইনে হলে আমি কার সঙ্গে কথা বলব?’

কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, প্রতিদিন রেলের টিকিট রয়েছে ২৫ হাজার ৭৭৮টি। সকাল ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। ২ ঘণ্টায় ১৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। শুক্রবার সকাল ৯টা ২৫ পর্যন্ত পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার ১১ হাজারের বেশি টিকিট বিক্রি বাকি আছে। তিনি বলেন, রেলে চাহিদার তুলনায় টিকিট একটু ঘাটতি আছে। তবে অবিক্রীত টিকিট আজ বিক্রি না হলেও পরদিন বিক্রি হবে। যাঁরা অনলাইনে টিকিট কাটা বোঝেন না, তাঁদের জন্য লোকাল বা অন্যভাবে গন্তব্যে যাওয়ার পরামর্শ দিয়েছেন এই স্টেশন ম্যানেজার। তিনি আরও জানান, এখন পর্যন্ত সার্ভারে কোনো জটিলতা নেই।

রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এবার আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত শতভাগ অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে। আজ ও আগামী ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল বিক্রি হবে যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের টিকিট। আর ঈদের ফেরত যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল বিক্রি করা হবে যথাক্রমে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের টিকিট।

টিকিট কিনতে রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে। একসঙ্গে দুইয়ের অধিক যাত্রীর টিকিট কিনতে হলে সবার নাম উল্লেখ করে দিতে হবে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে