হোম > সারা দেশ > ঢাকা

ফানুস ওড়ানো এবং আতশবাজি বন্ধের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো এবং আতশবাজি বন্ধের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মিজানুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শ্রী অরবিন্দ কুমার রায়।

শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, এই বিষয়ে পুলিশ সব সময় তৎপর। কোর্টের আদেশ দেওয়ার প্রয়োজন নেই। রিট খারিজ হওয়ার পর মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আমাদের দাবি ছিল এসব বন্ধের পাশা–পাশি ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা। তিনি বলেন, আতশবাজির আতঙ্কে মারা যাওয়া শিশু উমায়েরের পরিবারকে ক্ষতিপূরণের প্রসঙ্গ উঠলে আদালত বলেন, কানে তুলা দিয়ে রাখলে শিশুটি মারা যেতনা। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত এমন কিছু বলেছেন বলে আমি শুনিনি।

এর আগে গত রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মিজানুর রহমান জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট ছয়জনকে বিবাদী করা হয়। ওই দিন মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো এবং আতশবাজির ঘটনায় প্রায় ২০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত সকলকেই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া এসব ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। আর ভবিষ্যতে ফানুস ও আতশবাজি কেনা–বেচাতেও নিষেধাজ্ঞা চেয়ে সম্পূরক আবেদন করা হবে বলে জানান এই আইনজীবী।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১