হোম > সারা দেশ > ঢাকা

ফানুস ওড়ানো এবং আতশবাজি বন্ধের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো এবং আতশবাজি বন্ধের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মিজানুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শ্রী অরবিন্দ কুমার রায়।

শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, এই বিষয়ে পুলিশ সব সময় তৎপর। কোর্টের আদেশ দেওয়ার প্রয়োজন নেই। রিট খারিজ হওয়ার পর মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আমাদের দাবি ছিল এসব বন্ধের পাশা–পাশি ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা। তিনি বলেন, আতশবাজির আতঙ্কে মারা যাওয়া শিশু উমায়েরের পরিবারকে ক্ষতিপূরণের প্রসঙ্গ উঠলে আদালত বলেন, কানে তুলা দিয়ে রাখলে শিশুটি মারা যেতনা। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত এমন কিছু বলেছেন বলে আমি শুনিনি।

এর আগে গত রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মিজানুর রহমান জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট ছয়জনকে বিবাদী করা হয়। ওই দিন মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো এবং আতশবাজির ঘটনায় প্রায় ২০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত সকলকেই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া এসব ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। আর ভবিষ্যতে ফানুস ও আতশবাজি কেনা–বেচাতেও নিষেধাজ্ঞা চেয়ে সম্পূরক আবেদন করা হবে বলে জানান এই আইনজীবী।

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা