হোম > সারা দেশ > ঢাকা

অবশেষে বন্ধ করা হয়েছে নিউমার্কেটের ঝুঁকিপূর্ণ ওভারব্রিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেটের চার নম্বর গেটের সামনে থাকা ঝুঁকিপূর্ণ ওভারব্রিজটি বন্ধ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে ওভারব্রিজে দীর্ঘ দিন ধরে ব্যবসা করা হকারেরাও উচ্ছেদের শিকার হয়েছে। এর আগে ডিএসসিসির পক্ষ থেকে ‘ফুটওভারব্রিজটি ঝুঁকিপূর্ণ; সর্বসাধারণের ফুটওভারব্রিজের ওপরে ওঠা নিষেধ’ লেখা সাইনবোর্ড লাগানো হলেও হকার, ক্রেতা, পথচারী সবাই ছিল উদাসীন। 

ঝুঁকিপূর্ণ ওভারব্রিজে যাতায়াত বন্ধ করলে আজ সোমবার হকারেরা প্রতিবাদে রাস্তা অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ‘সোমবার সকালের দিকে ঝুঁকিপূর্ণ ওভারব্রিজে পথচারীদের পারাপার বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ওভারব্রিজের ভাসমান হকারদেরও উচ্ছেদ করা হয়েছে। এ নিয়ে হকারেরা প্রতিবাদ জানিয়েছে, তাঁদের দাবি ছিল ঈদের পর ওভারব্রিজ যেন বন্ধ করা হয়।’ 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের আজকের পত্রিকাকে বলেন, ‘নিউ মার্কেটের ঝুঁকিপূর্ণ ফুটওভারব্রিজ বন্ধ করা হয়েছে। যত দ্রুত সম্ভব এটা ভেঙে নতুন ওভারব্রিজ নির্মাণ করার পদক্ষেপ নেওয়া হবে।’

গত ২০ মার্চ আজকের পত্রিকায় ‘ঝুঁকিপূর্ণ ওভারব্রিজে বাণিজ্য’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তখন ডিএসসিসির পক্ষ থেকে বলা হয়েছিল, ঝুঁকি কমাতে ফুটওভারব্রিজটি ভেঙে ফেলা হবে। ওই স্থানে নান্দনিক ফুটওভারব্রিজ তৈরি করা হবে।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১