হোম > সারা দেশ > ঢাকা

উল্টো পথে আসা ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার

ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

দায়িত্ব পালনের সময় সাভারে উল্টো পথে আসা বালুবোঝাই ট্রাকের চাপায় ফজলুর রহমান (৪৮) নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কে বলিয়ারপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে।

নিহত ফজলুর রহমান ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুনু ভূঁইয়ার ছেলে। তিনি সাভার থানার উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, আজ বেলা ২টার দিকে ফজলুর রহমান ঢাকা-আরিচা মহাসড়কে বলিয়ারপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন এবং শ্যামলী সিএনজি পাম্পের সামনে অবস্থান করেন। ওই সময় রং সাইড দিয়ে আসা বালুবোঝাই একটি ট্রাক তাঁকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, পরে সেখান থেকে তাঁকে ঢাকার স্পেশালাইজড হসপিটালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তিনি মারা যান।

ওসি আরও বলেন, ফজলুর রহমান গত বছরের নভেম্বর মাসে সাভার থানায় যোগদান করেন। ঘটনার পর ঘাতক ট্রাক জব্দ ও ট্রাকচালক রাকিব হোসেনকে (২৩) আটক করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির