হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় জালে আটকা পড়ে মারা গেল শুশুক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মায় জালে প্রায় ২ মণ ওজনের একটি শুশুক আটকা পড়েছে। আজ সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জেলে মফিজ ঢালীর জালে শুশুকটি আটকা পড়ে।

এদিকে বিপন্ন এই প্রাণীটিকে এক নজর দেখতে পদ্মার পাড়ে ভিড় জমায় উৎসুক জনতা। তবে পানি থেকে ডাঙায় তোলার কিছুক্ষণ পরই মারা যায় শুশুকটি। 

জেলে মফিজ ঢালী বলেন, কয়েকজন জেলে মিলে ভোরে নদীতে মাছ শিকারে যাই। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা পাইনি। পরে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জাল ফেলি। জাল তুলতেই কয়েকটি ঝাঁকুনি দেয়। এতে অনুমান করি বড় কিছু আটকা পড়েছে। জাল নৌকায় তুলে দেখি একটি বড় শুশুক আটকা পড়েছে।’ 

‘ধারণা করছি, শুশুকটি ২ মণ ওজনের হবে। নদী থেকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় এলে স্থানীয় মাছ ব‍্যবসায়ী ফারুক খান শুশুকটি কিনে নেন।’ যুক্ত করেন মফিজ ঢালী। 

স্থানীয়রা জানান, শুশুকটি এক নজর দেখতে লঞ্চঘাট এলাকায় এসেছেন। তাঁরা শুনেছেন তিন হাজার টাকায় শুশুকটি বিক্রি করা হয়েছে। এ ধরনের প্রাণী নিধন থেকে বিরত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, শুশুক ধরা পড়ার বিষয়টি জানা নেই। এই প্রতিবেদকের কাছ থেকেই জানা হয়েছে। এ-জাতীয় প্রাণী নিধন শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে মৎস্য বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। 

গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব বলেন, ‘বিষয়টি জানা নেই। এখানে মৎস্য বিভাগের কোনো ভূমিকা নেই। এটি বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের মধ্যে পড়ে। ফলে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।’ 

মোস্তফা আল রাজিব আরও বলেন, পদ্মা নদীতে সচরাচর দেখা যায় না। হয়তো দল বিচ্ছিন্ন হয়ে পদ্মা নদীতে চলে এসেছে। মূলত জোয়ারভাটা অঞ্চলে এদের বেশি দেখা যায়।

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি