হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে ট্রাফিক পুলিশ বক্সে হামলার ঘটনায় মামলা, শনাক্ত ৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকার ছয়টি ট্রাফিক পুলিশ বক্সে ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের হামলার ঘটনায় মামলা করেছে মিরপুর ট্রাফিক বিভাগ। হামলার সময় বিভিন্ন সিসিটিভি ফুটেজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি দেখে অন্তত ৪০ জনকে শনাক্ত করেছে পুলিশ। এই হামলায় মিজানুর রহমান নামে এক ট্রাফিক সদস্য আহত হয়েছেন। 

এই ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল হামিদ। তিনি বলেন, ‘হামলায় নেওয়া অন্তত ৪০ জনকে শনাক্ত করা গেছে। এই ৪০ জনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছে মিরপুর ট্রাফিক বিভাগ। আমাদের অফিসারেরা কাজ করছেন, শিগগিরই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।’

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশা সড়কে নিষিদ্ধ। নিয়ম মাফিক আজ শুক্রবার সকালে মিরপুর ১০ নম্বর আদর্শ স্কুলের সামনে একটি ব্যাটারিচালিত রিকশা আটকে রাখেন ট্রাফিক পুলিশ সদস্য মিজানুর। এতে ক্ষিপ্ত হয়ে ২৫ থেকে ৩০ জন রিকশাচালক মিজানুরের ওপর হামলা চালায়। এ সময় অপর এক ট্রাফিক কর্মকর্তা দৌড়ে পালান। মারধরে মিজানুরের মুখ থেঁতলে গেছে। পথচারীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। এ সুযোগে আটকে রাখা রিকশা নিয়ে পালিয়ে যান চালক। এ ঘটনার পর মিরপুর ১০ নম্বর ট্রাফিক পুলিশবক্সে হামলা চালায় রিকশাচালকেরা। মিরপুর ১২ নম্বর, কালশী, পূরবী, সাগুফতা, মিরপুর-১–সহ কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে একজোট হয়ে হামলা চালায় অটোরিকশা চালকেরা।

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত স্মৃতিসৌধের ফটক, আশপাশের সড়কে যান চলাচল শুরু

১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি: আসিফ নজরুল

প্রতিপক্ষ পেছন দিক থেকে আঘাত করার অপচেষ্টা করছে: রিজওয়ানা হাসান

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় আটক

হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি