হোম > সারা দেশ > ঢাকা

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সকল চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করে ন্যূনতম ৩৫ বছর করাসহ ৪ দফা দাবি জানিয়েছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান পরিষদের সদস্য তাসলিমা লিমা। এ ছাড়াও নিয়োগ দুর্নীতি ও প্রশ্ন ফাঁস বন্ধ করা, নিয়োগ পরীক্ষার (প্রিলি ও রিটেন) মার্কসহ ফলাফল প্রকাশ করা, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করা এবং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা। 

সংবাদ সম্মেলনে পরিষদের সদস্য তাসলিমা লিমা লিখিত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট এর কারণে সকল শিক্ষার্থীকে শিক্ষাজীবন শেষ করতে কমপক্ষে ২ থেকে ৩ বছর সময় বেশি অতিবাহিত করতে হয়। করোনা আরও ২ বছর কেড়ে নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘ দিন ধরে রাজপথে আন্দোলন করছি।’ 

তাসলিমা লিমা আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাকডেট নামক প্রহসনমূলক বয়স ছাড়ের প্রজ্ঞাপন জারি করেছে। এতে নির্ধারিত তারিখে শুধুমাত্র যাদের বয়স ৩০ তারাই উপকৃত হয়েছে। প্রজ্ঞাপনে ২১ মাসের কথা বলা হলেও প্রকৃতপক্ষে এটি ৪ মাস সমন্বয় করা হয়েছে। হাতেগোনা কয়েকটি চাকরির বিজ্ঞপ্তিতে সেই সুযোগ দেওয়া হয়েছে যেগুলোর বেশির ভাগ তৃতীয় ও চতুর্থ শ্রেণির। ব্যাকডেট দেওয়ার মাধ্যমে সকল বয়সী শিক্ষার্থী তথা চাকরি প্রত্যাশীদের ক্ষতিপূরণ সম্ভব হয়নি। তাই চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধির কোন বিকল্প নেই।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত রিগান মাহমুদ বলেন, ‘আপনারা তরুণ সমাজকে কাজে লাগান। চাকরির প্রবেশের বয়সসীমা বেঁধে দিয়ে তাদের বঞ্চিত করবেন না।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সদস্য আব্দুল্লাহ-আল-মামুন, মানিক হোসেন রিপন, ওমর ফারুক, ইমতিয়াজ হোসেন, ইবনে তানজিরসহ প্রমুখ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন