হোম > সারা দেশ > ঢাকা

গ্যাস লিকেজের পরিস্থিতি এখন স্বাভাবিক: তিতাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গত রাতে তিতাসের গ্যাস পাইপলাইন ছিদ্রের ঘটনা ঘটেছিল। ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছিল। গ্যাসের গন্ধে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন সব স্বাভাবিক আছে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের এমডি প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ।

আজ মঙ্গলবার সকালে কারওয়ান বাজারে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে হারুনুর রশীদ এ কথা জানান।

তিতাস গ্যাসের এমডি বলেন, গ্যাস লিকেজের পরিস্থিতি এখন স্বাভাবিক, চুলা জ্বালাতে সমস্যা নেই, কেউ আতঙ্কিত হবেন না। 

এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে আজকের পত্রিকাকে গ্যাস পাইপলাইন ছিদ্রের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার আনিসুর রহমান। তিনি বলেছেন, পাইপ লিকেজ হওয়া এলাকাগুলো হলো মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, বাসাবো, মুগদা, নাখালপাড়া, হাজারীবাগসহ আরও বেশ কয়েকটি এলাকা।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আমরা এলাকায় মাইকিং করার প্রস্তুতি নিচ্ছি। কেউ যেন অকারণে লিকেজের আশপাশে আগুন না জ্বালায়।’

তিতাস গ্যাস সূত্র বলছে, ঢাকায় ৬০ শতাংশ এলাকায় তিতাস গ্যাস পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে।

ঢাকা মহানগর রাজস্ব বিভাগের মহাব্যবস্থাপক (জিএম, রাজস্ব) মো. রাশীদুল আলম জানান, বনানীতে তিতাসের স্টাফ কোয়ার্টার থেকেও পাইপলাইনের ছিদ্র দিয়ে গ্যাস বের হওয়ার অভিযোগ আসছে।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ