টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ইশরাক (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে ইশরাকের বাবা আবু সাঈদ (৫০) ও সোলায়মান নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জগৎপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইশরাক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার থল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সরিষাবাড়ী থেকে টাঙ্গাইলে যাওয়ার সময় জগৎপুরা এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইশরাক মারা যান। এ সময় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ইশরাকের স্বজনেরা জানান, বাবার সঙ্গে ইশরাক টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছিলেন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।