হোম > সারা দেশ > ঢাকা

ছিনতাইয়কারীর হামলায় মৃত্যু হয় মনিরের, ধারণা পুলিশের

সাভার(ঢাকা) প্রতিনিধি

সাভারে মাটি খুঁড়ে উদ্ধার হওয়া অজ্ঞাত অর্ধগলিত যুবকের লাশের পরিচয় মিলেছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামের পরিত্যক্ত একটি মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে ঢাকা জেলা পিবিআই এর উপ-পরিদর্শক(এসআই) সালেহ ইমরান ওই লাশের পরিচয় শনাক্ত করেন।

নিহতের নাম- মো. মনির (২৫)। তিনি বরিশালের লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

সে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এ বিষয়ে সাভার ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) সুজন শিকদার জানান, খবর পেয়ে পরিত্যক্ত একটি মাঠ থেকে মাটি খুঁড়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে । পরে নিহতের নাম-পরিচয়ের সন্ধান মিলেছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে নুর ইসলাম নামে এক কৃষক তার ফসলি খেতে কাজ করতে গেলে মাটি চাপা দেওয়া  লাশের পা দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির এস আই সুজন শিকদার বলেন,  গত শনিবার মনির নিখোঁজ হওয়ার পর গত সোমবার সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী জান্নাত আরা।

এ বিষয়ে ট্যানারি ফাঁড়ির এসআই জাহিদ হাসান আরও বলেন, প্রাথমিকভাবে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা বলে ধারণা করা হচ্ছে ‌। তবে ময়নাতদন্ত শেষে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল