বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ইরফানুল হক গাজী ওরফে সিয়ামকে (২০) রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে তুরাগের ভাটুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ভাটুলিয়া এলাকার জনৈক সৌরভের বাসায় ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করা হয়।’
মনিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার সিয়ামের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলার একটি ছবি ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়, সিয়াম ধারালো অস্ত্রসহ হামলা চালাচ্ছে।’