হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি তুরাগে গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চালাকালে ধারালো অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় সিয়াম। ছবিতে গোল চিহ্নিত। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ইরফানুল হক গাজী ওরফে সিয়ামকে (২০) রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে তুরাগের ভাটুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ভাটুলিয়া এলাকার জনৈক সৌরভের বাসায় ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করা হয়।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চালাকালে ধারালো অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় সিয়াম। ছবিতে গোল চিহ্নিত। ছবি: সংগৃহীত

মনিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার সিয়ামের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলার একটি ছবি ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়, সিয়াম ধারালো অস্ত্রসহ হামলা চালাচ্ছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু