হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি তুরাগে গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চালাকালে ধারালো অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় সিয়াম। ছবিতে গোল চিহ্নিত। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ইরফানুল হক গাজী ওরফে সিয়ামকে (২০) রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে তুরাগের ভাটুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ভাটুলিয়া এলাকার জনৈক সৌরভের বাসায় ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করা হয়।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চালাকালে ধারালো অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় সিয়াম। ছবিতে গোল চিহ্নিত। ছবি: সংগৃহীত

মনিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার সিয়ামের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলার একটি ছবি ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়, সিয়াম ধারালো অস্ত্রসহ হামলা চালাচ্ছে।’

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট