হোম > সারা দেশ > ঢাকা

হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও জালাল সাত দিনের রিমান্ডে  

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব এবং হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।  

২০১৩ সালে রাজধানীর পল্টন এলাকায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা নাশকতার এক মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।   

আজ দুপুরে মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা জালালউদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে আদালত প্রত্যেকের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।    

এর আগে গত শনিবার দুপুরে মাওলানা জালাল উদ্দিনকে ডিবির একটি টিম রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করে মাওলানা জুনায়েদ আল হাবিবকে। দুইজনের বিরুদ্ধে ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবে নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে তাদের পল্টন থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।  

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই আবদুল মোতালেব আজকের পত্রিকাকে বলেন, প্রত্যেকের দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক হারুন অর রশীদ এই রিমান্ডের আবেদন জানান।

গত ১৫ এপ্রিল এই মামলা হেফাজতের ঢাকা মহানগরীর সহ সহকারী মহাসচিব ও জমিয়ায়ে ওলামায়ে ইসলামীর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম, হেফাজতের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন, হেফাজত নেতা ফকরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।
আরও পড়ুন:
মামুনুল হক গ্রেপ্তার
সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার
ইসলামাবাদী আরও ২১ দিনের রিমান্ডে 
রিসোর্টে ডুবলেন মামুনুল, মামুনুলে হেফাজত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে