হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে নিখোঁজের ১ দিন পর গৃহবধূর লাশ মিলল পুকুরে

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের এক দিন পর বিউটি আক্তার ঝর্ণা (৪০) নামের এক গৃহবধূর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার কালিয়ানপাড়া তেঁতুলিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে। 

গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রভাষ কুমার বসু। তিনি বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’ 

বিউটি আক্তার ঝর্ণা সখীপুর উপজেলার কালিয়ানপাড়া তেঁতুলিয়া চালা এলাকার মিজানুর রহমানের স্ত্রী। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে ফজরের নামাজের পর থেকে বিউটি আক্তার নিখোঁজ হন। ওই দিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও তাঁর সন্ধান মেলেনি। আজ সোমবার বিকেলে বাড়ির পাশে পুকুরে লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, বিউটি আক্তার মাঝেমধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন। তাঁর দুটি মেয়েসন্তানও রয়েছে। ঈদের দিন তাঁর মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মধ্যে মাতম চলছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’