হোম > সারা দেশ > নরসিংদী

গোসলে নেমে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় সহপাঠীদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজের ১৬ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার তাত্রাকান্দা এলাকার পাগলনাথ মন্দির ঘাটের কাকন নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম মো. আজহার (৭)। সে রায়পুরা পৌরসভার তাত্রাকান্দা এলাকার ফকির বাড়ির জামান ফকিরের ছেলে। 

এর আগে বুধবার বিকেলে বাড়ির পাশে কাকন নদের তাত্রাকান্দা ঘাটে গোসল করতে নামে আজহারসহ চার–পাঁচ শিশু। সাঁতার না জানায় নদে তলিয়ে যায় শিশুটি। 

পৌরসভার কাউন্সিলর মো. মোকারম হোসাইন জানান, হতকাল বেলা আনুমানিক ৩টার দিকে আজাহার তার কয়েকজন সহপাঠীদের সঙ্গে কাকন নদের এলাকার তাত্রাকান্দা নদীর ঘাটে যায় গোসল করতে। পরে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় আজহার। এই সময় তার সহপাঠীরা তার খোঁজ না পেয়ে বাড়িতে গিয়ে খবর দেয়। 

পরে গ্রামবাসীরা রাত ১২টা পর্যন্ত অনেকে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। আজ সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নদীর ঘাটের ৪০০ মিটার দূরে কচুরিপানার সঙ্গে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুক আহম্মেদ। 

রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুক আহম্মেদ জানান, খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে গেলেও রাত হয়ে যাওয়ায় অভিযান চালানো সম্ভব হয়নি। পরে আজ বৃহস্পতিবার ভোরে থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শুরু করা হয়। পরে তার লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট