হোম > সারা দেশ > নরসিংদী

গোসলে নেমে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় সহপাঠীদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজের ১৬ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার তাত্রাকান্দা এলাকার পাগলনাথ মন্দির ঘাটের কাকন নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম মো. আজহার (৭)। সে রায়পুরা পৌরসভার তাত্রাকান্দা এলাকার ফকির বাড়ির জামান ফকিরের ছেলে। 

এর আগে বুধবার বিকেলে বাড়ির পাশে কাকন নদের তাত্রাকান্দা ঘাটে গোসল করতে নামে আজহারসহ চার–পাঁচ শিশু। সাঁতার না জানায় নদে তলিয়ে যায় শিশুটি। 

পৌরসভার কাউন্সিলর মো. মোকারম হোসাইন জানান, হতকাল বেলা আনুমানিক ৩টার দিকে আজাহার তার কয়েকজন সহপাঠীদের সঙ্গে কাকন নদের এলাকার তাত্রাকান্দা নদীর ঘাটে যায় গোসল করতে। পরে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় আজহার। এই সময় তার সহপাঠীরা তার খোঁজ না পেয়ে বাড়িতে গিয়ে খবর দেয়। 

পরে গ্রামবাসীরা রাত ১২টা পর্যন্ত অনেকে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। আজ সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নদীর ঘাটের ৪০০ মিটার দূরে কচুরিপানার সঙ্গে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুক আহম্মেদ। 

রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুক আহম্মেদ জানান, খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে গেলেও রাত হয়ে যাওয়ায় অভিযান চালানো সম্ভব হয়নি। পরে আজ বৃহস্পতিবার ভোরে থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শুরু করা হয়। পরে তার লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ