হোম > সারা দেশ > ঢাকা

আগে দুর্নীতির টাকায় পকেট ভরা থাকত, এখন আর সেটা নেই তাই বড় গরু কিনতে পারছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাবতলী হাট পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা।

রাজধানীর গাবতলী হাট পরিদর্শনকালে বড় গরুর চাহিদা কমে যাওয়ার কথা শুনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগে দুর্নীতির টাকায় পকেট ভরা থাকত, এখন আর সেটা নেই। তাই বড় গরু কিনতে পারছে না অনেকে। তবে সৎভাবে আয় করা মানুষদের মধ্যেও বড় গরু কেনার মতো সামর্থ্য আছে। ছোট ও মাঝারি গরুর চাহিদা এবার বেশি।’

আজ বৃহস্পতিবার দুপুরে গিয়ে গাবতলী হাটে যান স্বরাষ্ট্র উপদেষ্টা।

পশুর দাম ও চাহিদা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘গতবারের চেয়ে এবার পশুর দাম কিছুটা কম বলে মনে হচ্ছে। বাজারে পর্যাপ্ত গরু রয়েছে। যারা গরু কিনতে আগ্রহী, তারা যে কোনো সময় নিরাপদে এসে গরু কিনে নিতে পারবেন।’

এছাড়াও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পরিবহন ও টিকিট ভাড়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাবতলীর বিভিন্ন পরিবহন কাউন্টার ঘুরে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাইনি। তবে অনেকেই টিকিট পাচ্ছেন না। বাস সংকট দেখিয়ে কেউ অতিরিক্ত ভাড়া নিচ্ছে—এমন অভিযোগ আমি পাইনি, তবে যদি থেকে থাকে, আমরা কঠোরভাবে দেখব।’

গাবতলী হাটে গরু বিক্রেতাদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা।

যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত কিছুটা যানজট আছে, তবে আমরা ব্যবস্থা নিচ্ছি। বৃষ্টি ও গাড়ির চাপের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে, যেকোনো সমস্যায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সচেতনতার উপর গুরুত্ব দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা যদি নিজেরা সচেতন থাকি, আইন মেনে চলি, তবে অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। বিশেষ করে গাড়িতে ওঠা-নামা এবং রাস্তা পারাপারে সচেতনতা খুব জরুরি।’

একই টিকিট একাধিকবার বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মালিকপক্ষের প্রতিনিধি এখানে আছেন। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

ফাঁকা ঢাকার নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মানুষ বাড়ি যাচ্ছে ঠিকই, কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন তাদের দায়িত্বের জায়গায়। সব বাহিনী সজাগ ও সক্রিয় আছে। আশা করি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি