হোম > সারা দেশ > ঢাকা

ইজতেমা উপলক্ষে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দুই পর্বে হতে যাওয়া ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল ১৩ জানুয়ারি শুক্রবার। চলবে তিন দিন। ইজতেমার তিন দিনব্যাপী দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ২০ জানুয়ারি।

দূতাবাস ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মানুষের এই জমায়েতের সময় যানবাহন চলাচলে বেশ প্রভাব ফেলবে। বড় সড়কের অনেকগুলোতেই যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এই দিনগুলোয় ঢাকা ও আশপাশের এলাকায় ভ্রমণের কর্মসূচি থাকলে তা পুনর্বিবেচনার জন্য অনুরোধ করে ট্রানজিট যাত্রীদের অতিরিক্ত সময় নিয়ে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

বিমানবন্দরমুখী উড়োজাহাজের যাত্রীদের টিকিট সঙ্গে রাখতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে পুলিশ চেকপোস্টে দেখানো যেতে পারে।

চলাচলের পথে বড় সমাবেশ, প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি হতে দেখলে বাড়তি সতর্কতা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। ইজতেমার দিনগুলোয় দূতাবাসের স্বাভাবিক কাজকর্ম চলবে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ