হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে আশরাফুর রহমান মোল্লা (৫৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে যাত্রাবাড়ী টিঅ্যান্ডটি অফিস এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় আশরাফুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

আশরাফুরের শ্যালক মো. মিজানুর রহমান জানান, যাত্রাবাড়ী মাছের আড়তে ব্যবসা করতেন আশরাফুর। এ ছাড়া পুলিশের সোর্স হিসেবেও কাজ করতেন। পিকআপচালক শ্যামল, পলাশসহ ৮-১০ জন মিলে আড়তেই জুয়া খেলতেন। আশরাফুর তাঁদের অনেকবার নিষেধ করেন। গতকাল এ বিষয় নিয়ে তাঁদের সঙ্গে ঝগড়া হয় আশরাফুরের। আজ বিকেলে একা পেয়ে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান শ্যামল। খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তিনি আরও জানান, আশরাফুরের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। বাবার নাম মৃত তোফায়েল আহমেদ মোল্লা। স্ত্রী হোসনে আরা, তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে যাত্রাবাড়ীর বিবির বাগিচায় থাকতেন তিনি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তর্কাতর্কির একপর্যায়ে নিহতের পূর্বপরিচিত শ্যামল নামে এক ব্যক্তি আশরাফুরকে ছুরিকাঘাত করেছে। ঘটনার পর স্বজনেরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। ঘতক শ্যামলকে আটকের চেষ্টা চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার