হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

তৈমূরকে সমর্থন জানাল হেফাজত 

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে সমর্থন দিয়েছে নারায়ণগঞ্জ হেফাজত। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাঁর পক্ষে কাজ করার কথা জানিয়ে সমর্থন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলাম। 

শুক্রবার সকালে অর্ধশত হেফাজত নেতা-কর্মী তৈমূরের বাড়িতে এসে এই সমর্থন প্রকাশ করেন। এ সময় তৈমূর দলমতের বাইরে নগরবাসীর প্রার্থী বলে তাঁর পক্ষে থাকার আহ্বান জানান। 

এ সময় মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ফেরদৌস বলেন, ‘তৈমুর আলম খন্দকারের জয়জয়কার শুরু হয়ে গেছে। আপনারা যদি তাঁর বক্তব্য শোনেন, তাহলে বুঝবেন কতটা পার্থক্য তৈরি করেছেন তিনি। আমরা আলেম ওলামা যাঁরা আছি তাঁরা জনতার মেয়রের পক্ষে রাজপথে থাকবে।’ 

মাওলানা ফেরদৌস আরও বলেন, ‘এই শহর অপরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠেছে। কোনো পরিকল্পনা নেই নগরজুড়ে। বৃষ্টি হলে জলাবদ্ধতা, দুর্গন্ধ। অন্যান্য জেলার মানুষ যখন নারায়ণগঞ্জে ঢোকে তখন দুই পাশে ময়লা দেখে নাক ঢাকে। আমরা নারায়ণগঞ্জকে কলুষিত হতে দিতে পারি না। আমাদের দুর্বল ভাবলে ভুল হবে, রাজপথে কাজ করার সময় এসেছে। তৈমুর এখন জনতার মেয়র।’

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ