হোম > সারা দেশ > ঢাকা

লঞ্চ ভাড়াও বাড়ল ৬০%

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য বেসরকারি গণপরিবহনের মতো নৌযানের ভাড়াও ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। তবে এ বর্ধিত ভাড়া শুধু ডেকের জন্য প্রযোজ্য। কেবিনের ভাড়া অপরিবর্তীত থাকবে।

আজ বৃহস্পতিবার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ধাপকে প্রথম ধাপের চেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ দফা স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে। এরপর লঞ্চে যাত্রী পরিবহনে জড়িতদের নিয়ে সভা করেছি। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালাতে সবাই একমত হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারের নির্দেশনাগুলো যতদিন কার্যকর থাকবে ততদিন এ বর্ধিত ভাড়া বহাল থাকবে।

লঞ্চগুলো আগের চেয়ে অর্ধেক যাত্রী নেওয়ায় অনেকেই লঞ্চে যাতায়াতের সুযোগ পাবে না। তাই বিশেষ প্রয়োজন ছাড়া এই সময়ে যাত্রীদের যাতায়াত না করার অনুরোধ জানান খালিদ মাহমুদ।

লঞ্চ মালিকরা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি পরিহার করে সেবার মন নিয়ে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। কোনো লঞ্চ বসিয়ে না রাখার জন্যও মালিকদের অনুরোধ জানান তিনি।

মহামারীর মধ্যে লঞ্চের ই-টিকেটিং চালুর বিষয়ে মালিকরা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার