হোম > সারা দেশ > ঢাকা

বেশি দামে ব্রয়লার বিক্রির দায়ে কাজী ফার্ম ও সগুনাকে আট কোটি টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্বাভাবিক দামে ব্রয়লার মুরগি বিক্রির দায়ে কাজী ফার্ম লিমিটেড ও সগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানিকে প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। 

আজ সোমবার দুটি মামলায় কমিশন এই রায় দেয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। 

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সূত্রে জানা গেছে, আজ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি-সংক্রান্ত দুটি মামলার রায় দেয়। রায়ে কাজী ফার্মস লিমিটেডকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সাগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিযোগিতা আইন-২০১২-এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়েছে। গত বছরের আগস্টে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে মামলা দুটি করেছিল। 

কমিশন আরও জানায়, গত বছর জ্বালানি তেলের দাম এক লাফে বাড়ানোয় রাতারাতি সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। ব্রয়লার মুরগির দামও অস্বাভাবিকভাবে বাড়ানো হয়। বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের জরিমানা করেন। 

দাম বাড়ানোর পেছনে বড় কোম্পানিগুলোর হস্তক্ষেপ রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দেয় ভোক্তা-অধিদপ্তর। এরপর বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সেসব কোম্পানির বিরুদ্ধে মামলা করে। 

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এই রায়ের কারণে দেশে পোলট্রি ব্যবসায় সিন্ডিকেট বন্ধ হবে। সিন্ডিকেট বন্ধ হলে দেশের প্রান্তিক খামারিরা লাভবান হবেন।’ 

জানতে চাইলে কাজী ফার্ম লিমিটেডের কর্মকর্তা হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জরিমানার বিষয়টি আমি জানি না। এই বিষয়টি মালিকপক্ষ ও পরিচালকেরা বলতে পারবেন।’

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব