হোম > সারা দেশ > ঢাকা

ইউপি সচিবদের নিরাপত্তা নিশ্চিতে ৪ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্মক্ষেত্রে ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা দাবি জানিয়েছে ইউপি সচিব কল্যাণ তহবিল আহ্বায়ক কমিটি। জাতীয় প্রেসক্লাবে আজ রোববার খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব ইকবাল হোসেনসহ সারা দেশে ইউপি সচিবদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন থেকে এসব দাবি তুলে ধরা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক মীর আবদুল বারেক। এ ছাড়া ভুক্তভোগীসহ সারা দেশ থেকে আসা ইউপি সচিবেরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

তাঁদের দাবিগুলো হলো—মিথ্যাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে বরখাস্ত করে শাস্তি প্রদান। কর্মক্ষেত্রে ইউপি সচিবেরা কোনো প্রকার হামলা বা নির্যাতনের শিকার হলে তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নিশ্চিত। ক্ষতিগ্রস্ত ইউপি সচিবের চিকিৎসা ব্যয় ও প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে প্রয়োজনীয় সহায়তা এবং ভুক্তভোগীর পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নির্ধারিত অফিস সময়ের পর ইকবাল হোসেনকে বাড়ি থেকে অফিসে ডেকে এনে চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সন্ত্রাসী কায়দায় মারধর করেন। এতে তাঁর একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অভিযুক্ত চেয়ারম্যান এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশে স্থানীয়ভাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ইউপি সচিবদের জন্য অপমানজনক। 

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার ইউপি সচিবদের তথ্য তুলে ধরে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে এসব হামলা ও নির্যাতনের সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে নির্যাতনের শিকার ইউপি সচিবকে অন্য ইউনিয়ন পরিষদে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো প্রশাসনিক তৎপরতা লক্ষ করা যায়নি। 

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক