হোম > সারা দেশ > ঢাকা

যৌতুকের জন্য স্ত্রীর শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে এক পোশাক শ্রমিককে (২১) জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও গরম পানি দিয়ে শরীর ঝলসে দিয়েছেন তাঁর স্বামী। এ ঘটনায় তাঁকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ভুক্তভোগী ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। 

এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে পৌর এলাকার গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী একই এলাকার জহিরুল ইসলাম সাগরের স্ত্রী। তাঁর বাড়ি যশোরে ঝিকরগাছায়। জহিরুল ইসলাম সাভারের গেন্ডা এলাকার নজরুল ইসলামের ছেলে। 

ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, ‘আমি আমার পরিবারের অমতে জহিরুলকে বিয়ে করি। বাড়ি থেকে এখনও মেনে নেয়নি। আমি ও আমার স্বামী জহিরুল ধামরাইয়ে ভাড়া বাড়িতে থাকি। সাগর বাস চালান ও আমি স্থানীয় একটি কারখানায় কাজ করি। এ অবস্থাতেও জহিরুল বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে বলে। আমি পারব না বললে আমার ওপর নির্যাতন শুরু করে। কয়েক দিন আগেও আমাকে মেরে ধামরাইয়ের একটি হাসপাতালে ভর্তি করে। পরে গতকাল কৌশলে মোবাইল ফোনে নামা গেন্ডা এলাকার বাড়িতে ডেকে নেয় জহিরুল। গাড়ি থেকে নামতেই আমার চোখ বেঁধে ফেলে। ১ ঘণ্টা পর আমার চোখ খুললে দেখি আমি আমার শ্বশুর বাড়িতে। এ সময় তারা আমাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয়। শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও গরম পানি শরীরে ঢেলে দেয়। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে তাঁদের ধাক্কা দিয়ে দৌড় দিয়ে এসে উঠানে পড়ে যাই। পরে গভীর রাতে দেখি আমি হাসপাতালে।’ 

তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের করেননি ভুক্তভোগী। চিকিৎসা শেষে অভিযোগ দায়ের করবেন বলে জানান ভুক্তভোগী ওই গৃহবধূ। 

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে কোনো অভিযোগ আমরা এখনও পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ 

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি