হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির সাবেক অধ্যাপক ড. সালেহীন কাদরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ সালেহীন কাদরী মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আইসিডিডিআরবির তথ্য কর্মকর্তা তারিফুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তারিফুল ইসলাম বলেন, বেশ কয়েক সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল ড. সালেহীন। ক্রমেই অবস্থার অবনতি হচ্ছিল। নেওয়া হয়েছিল ভেন্টিলেশনে। তারপরও ফেরানো গেল না। বাদ যোহর গুলশানের আযাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানীর কবরস্থানে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে। 

ড. সালেহীন কাদরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগের বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। এ ছাড়াও তিনি জীব বিজ্ঞাপন বিভাগের ডিন ছিলেন। 

অধ্যাপক সালেহীন কাদরীর স্ত্রী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর, বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। তিনি গতকাল মঙ্গলবার কলেরার টিকা উন্নয়নে ভূমিকা রাখায় 'এশিয়ার নোবেল' হিসেবে পরিচিত র্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। ২৫ বছর ধরে তিনি কলেরার টিকা উন্নয়নে কাজ করেছেন। 

আইসিডিডিআর’বির প্রতিষেধকবিদ্যা বিভাগ থেকে পোস্টডক্টোরাল গবেষণা শেষ করার পর ১৯৮৮ সালে একই প্রতিষ্ঠানে সহযোগী বিজ্ঞানী হিসেবে যোগ দেন। পরে তিনি একই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিজ্ঞানী, মিউকোসাল ইমিউনোলজি ও ভ্যাকসিনোলজি বিভাগের প্রধান হিসেবে কাজ করেন। 

ড. ফেরদৌসী কাদরী ২০২০ সালে ‘লরিয়েল-ইউনেসকো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড’ লাভ করেন। এ ছাড়াও তিনি ২০১৩ সালে অনন্যা শীর্ষ দশ পুরস্কার পেয়েছেন। ২০২১ সালে সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞান সাময়িকীতে এশিয়ার শ্রেষ্ঠ ১০০ বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি। 

রাজধানীর লালবাগে প্লাস্টিক গুদামে আগুন

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক কে

নিরাপত্তা শঙ্কা : বেলা ২টায় যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা