হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শেখ জাবেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও কালবেলার জেলা প্রতিনিধি মো. জোবায়ের হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সহসভাপতি বুলবুল আলম বুলু, নির্বাহী সদস্য ও জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা নিতীশ চন্দ্র বিশ্বাস।

দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি দুলাল বিশ্বাস সবুজের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ, আরটিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জয়ন্ত শিরালী, এশিয়ান এইজের জেলা প্রতিনিধি মিজানুর রহমান মানিক, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান টিপু, সিএনএন বাংলা এ জেড আমিনুজ্জামান রিপন, সেবামূলক সংগঠন ‘আমরা সবাই পরের তরের’ সাধারণ সম্পাদক মো. আল ইমরান সুমন প্রমুখ।

আলোচনা সভা শেষে আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তির কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। পরে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি