হোম > সারা দেশ > ঢাকা

বস্তিতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার অধিকাংশ বস্তিতে ঠিকমতো বর্জ্য অপসারণ করা হয় না। বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো বস্তি থেকে ময়লা সংগ্রহ করতে চায় না। ফলে বস্তিবাসী ড্রেন ও খালে ময়লা ফেলে। তৈরি হয় নোংরা পরিবেশ। এর ফলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে বস্তির মানুষগুলো। বস্তিগুলোতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বর্জ্য ব্যবস্থা নিয়ে আলোচনা সভায় এসব কথা তুলে ধরেন আলোচকেরা। দূষণমুক্ত ঢাকা নগরীর স্বপ্ন বাস্তবায়নে ইউএসএইড এর আর্থিক সহযোগিতায় এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় ডিএসকে কনর্সোটিয়াম কর্তৃক বাস্তবায়িত ঢাকা কলিং প্রকল্পের উদ্যোগে সভার আয়োজন করা হয়। 

বস্তিবাসীর অধিকার সুরক্ষা কমিটির কেন্দ্রীয় সভাপতি হোসনে আরা বেগম রাফেজা বলেন, ‘বস্তির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি করপোরেশনের মনোযোগ নেই। ফলে বস্তির ময়লা ঠিকমতো সংগ্রহ করা হয় না। এ বিষয়ে কেউ প্রতিবাদ জানালে উল্টো ময়লা সংগ্রহকারীরা ঝগড়া করে।’ রাজধানীর হাজারীবাগ এলাকার বস্তিগুলোর পরিস্থিতি অনেক খারাপ বলে জানান হোসনে আরা। এর জন্য তিনি বস্তিবাসীর প্রতিনিধিদের সমন্বয়ে বর্জ্য ব্যবস্থাপনা কমিটি করার দাবি জানান। 

পরিষ্কার-পরিচ্ছন্ন নগরীর জন্য বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করেন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল মোতালেব। তিনি বলেন, ‘সমন্বয়হীনতার কারণে কিছু কিছু জায়গায় সমস্যা রয়ে গেছে। এর জন্য এলাকা ভিত্তিক কমিটি করে দিতে হবে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য আইনের বাস্তবায়ন করতে হবে। মানুষকে সচেতন করতে হবে। আর বর্জ্য সংগ্রহকারীদের প্রতি আমাদের নির্দেশনা থাকবে যাতে বস্তি থেকে শতভাগ বর্জ্য সংগ্রহ করে।’ 

সভায় আরও আলোচনায় অংশ নেয় গবেষক আমিনুর রসুল, ঢাকা কলিং প্রকল্পের পরিচালক মাহবুল হক প্রমুখ।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব