হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় রেললাইনের পাশ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে কিরণ মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের খানাবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

কিরণ মিয়া উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর কান্দাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কিরণ মিয়া ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। গতকাল সোমবার বিকেলে অটোরিকশা ছাড়াই বের হয়ে রাতে বাড়ি ফেরেননি। স্বজনেরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর হদিস পায়নি। আজ মঙ্গলবার সকালে উপজেলার মির্জানগরের খানাবাড়ি স্টেশনের অদূরে রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্বজনেরা খবর পেয়ে লাশ শনাক্ত করে পুলিশকে জানায়।

কিরণের মা নিলুফা বেগম বলেন, ‘১৫ দিন আগে পাশের শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে দুর্বৃত্তরা মারধর করে কিরণের অটোরিকশা ছিনিয়ে নেয়। পরে একটি রিকশা ভাড়া নিয়ে চালাত সে। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে রেললাইন থেকে ছেলের লাশ পাই।’

নিলুফা বেগম বলেন, হত্যার পর লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। তদন্ত করে প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, নিহত কিরণের মাথা ও অণ্ডকোষে আঘাত রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু