হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর রামপুরায় যুবক গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা ওয়াপদা রোডে গুলিতে মো. সুমন (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রামপুরা ওয়াপদা রোড ২ নম্বর গলিতে ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাতেই চিকিৎসা নিয়ে চলে যান।

গুলিবিদ্ধ যুবকের নাম মো. সুমন (২৫)। তিনি একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করেন।

গুলিবিদ্ধ সুমনকে হাসপাতালে নিয়ে আসা তাঁর বোন ইভা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেন, ‘সুমন একটি ইন্টারনেট কোম্পানিতে লাইনম্যানের কাজ করেন। তাঁদের বাসা রামপুরা ওয়াপদা রোডের ২ নম্বর গলিতে। রাতে সামনের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ১০-১২ জন মুখোশধারী মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সুমন ডান পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হন। জানতে পেরে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢামেকে নিয়ে আসা হয়। কারা কী কারণে গুলি করেছে, সে বিষয়টি জানতে পারি নাই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘রামপুরা ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমন নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। রাতেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। বিষয়টি আমরা হাতিরঝিল থানা-পুলিশকে অবহিত করেছি।’

এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, ‘ঢাকা মেডিকেল থেকে গুলিবিদ্ধ হয়ে এক যুবক আহত হওয়ার খবর পেয়েছি। তবে হাসপাতালে পুলিশ পাঠিয়ে তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে