হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর রামপুরায় যুবক গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা ওয়াপদা রোডে গুলিতে মো. সুমন (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রামপুরা ওয়াপদা রোড ২ নম্বর গলিতে ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাতেই চিকিৎসা নিয়ে চলে যান।

গুলিবিদ্ধ যুবকের নাম মো. সুমন (২৫)। তিনি একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করেন।

গুলিবিদ্ধ সুমনকে হাসপাতালে নিয়ে আসা তাঁর বোন ইভা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেন, ‘সুমন একটি ইন্টারনেট কোম্পানিতে লাইনম্যানের কাজ করেন। তাঁদের বাসা রামপুরা ওয়াপদা রোডের ২ নম্বর গলিতে। রাতে সামনের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ১০-১২ জন মুখোশধারী মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সুমন ডান পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হন। জানতে পেরে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢামেকে নিয়ে আসা হয়। কারা কী কারণে গুলি করেছে, সে বিষয়টি জানতে পারি নাই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘রামপুরা ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমন নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। রাতেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। বিষয়টি আমরা হাতিরঝিল থানা-পুলিশকে অবহিত করেছি।’

এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, ‘ঢাকা মেডিকেল থেকে গুলিবিদ্ধ হয়ে এক যুবক আহত হওয়ার খবর পেয়েছি। তবে হাসপাতালে পুলিশ পাঠিয়ে তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি