হোম > সারা দেশ > ঢাকা

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মহড়া অনুষ্ঠিত হয়। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মো. মোহসিনের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত এ মহড়ায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। 

মহড়া পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বলেন, ‘২ হাজার ১৫২ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যন্ত্রপাতি কেনার জন্য। বর্তমানে ১১টি হাই লেদার আনানো হয়েছে, যার দুটি ঢাকায়, তিনটি চট্টগ্রামে ও বাকি ছয়টি দেওয়া হবে বাকি ছয় বিভাগে। সচেতনতামূলক এই মহড়া এর আগে ঢাকার দুটি ভিন্ন প্রান্তে করার পর ঢাকা মেডিকেলে অনুষ্ঠিত হয়। এমন মহড়া আরও বিভিন্ন জায়গায় আয়োজন করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। এ ছাড়া আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে সরকার বিভিন্ন আয়োজন করবে বলেও জানান তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। মহড়ায় অংশগ্রহণকারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের অভিনন্দন জানান তিনি।  বাংলাদেশের দুর্যোগ মোকাবিলায় তাঁদের অবদানকে প্রশংসনীয় বলেও উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী। 

মহড়ায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ প্রমুখ। 

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট