হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে ‘মাদকাসক্ত’ যুবকের হাতে বাবা খুনের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ‘মাদকাসক্ত’ যুবক ইউসুফ বয়রার (২৫) হাতে তাঁর বাবা জলিল উদ্দিন বয়রা (৫৫) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জলিল ছিলেন একজন আচার বিক্রেতা।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে জলিল উদ্দিন বয়রা স্থানীয় মিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় আচার বিক্রি করছিলেন। এ সময় তাঁর বড় ছেলে ইউসুফ বয়রা গিয়ে তাঁর কাছে মাদক খেতে টাকা চান। জলিল টাকা না দেওয়ায় ইউসুফ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে জখম করেন। আশপাশের লোকজন এগিয়ে গেলে ইউসুফ পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় জলিলকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের ছোট ছেলে ফিরোজ বয়রা (২২) বলেন, ‘বড় ভাই ইউসুফ মাদকের টাকার জন্য তাঁর বাবাকে নানাভাবে বিরক্ত করতেন। আজ মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যাই করে ফেললেন। আমি আমার বাবা হত্যার বিচার চাই।’

বাহাদুরপুর ইউনিয়নের গ্রামপুলিশ মো. সাহাবুদ্দিন শেখ বলেন, বিদ্যালয়ের কাছে জলিলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে ইউসুফ বয়রা দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছেন। খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট