হোম > সারা দেশ > ঢাকা

মির্জা আব্বাসকে হত্যাচেষ্টার মামলায় ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে মেনন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. ছানাউল্লাহ কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন। 

দুপুরে মেননকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে আটক রাখার আবেদন করেন। 

মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর রমনা থানাধীন সেগুনবাগিচায় মির্জা আব্বাসের নেতৃত্বে নির্বাচনী প্রচারণার সময় ঘটনাস্থলে পৌঁছালে আসামি মেননের নির্দেশনায় কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় তারা মির্জা আব্বাসসহ তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের হত্যার চেষ্টা করেন। 

এ ঘটনায় বিএনপি নেতা ইমাম হোসেন ইমন বাদী হয়ে গত ২৮ আগস্ট শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর গত ২২ আগস্ট রাশেদ খান মেনন আটক হন। পরদিন ২৩ আগস্ট তাঁকে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়। এরপর আদাবর থানায় দায়ের করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। 

মির্জা আব্বাসকে হত্যাচেষ্টার মামলায় রিমান্ড মঞ্জুর হয় গত ১৭ সেপ্টেম্বর। তবে ওই দিন রিমান্ডে না নিয়ে তাঁকে কারাগারে নেওয়া হয়। এরপর গত ২২ সেপ্টেম্বর মেননকে কারাগার থেকে আদালতে হাজির করে তেজগাঁও থানায় দায়ের করা রমিজ উদ্দিন আহমেদ রূপ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন কারাগারে না পাঠিয়ে শাহবাগ থানার মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। আজ রিমান্ড শেষে আদালতে হাজির করলে আবার কারাগারে পাঠানো হয়।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক