হোম > সারা দেশ > ঢাকা

সংসদের নিরাপত্তা বৃদ্ধি, বন্ধ একটি গেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় অবস্থিত জাতীয় সংসদের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। রাজধানীসহ সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এর অংশ হিসেবে সংসদের তিনটি গেটের একটি বন্ধ করে দেওয়া হয়েছে। 

জাতীয় সংসদের তিনটি গেট। এটি হলো—জাতীয় সংসদের খেজুরবাগান সংলগ্ন এলাকার গেট, মণিপুরি পাড়া সংলগ্ন গেট এবং আসাদগেট সংলগ্ন গেট। এর মধ্যে নিরাপত্তার স্বার্থে খেজুরবাগান সংলগ্ন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

সংসদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকা সার্জেন্ট অ্যাট আর্মসের এক কর্মকর্তা বলেন, ‘আন্দোলন শুরুর পর থেকে সংসদের নিরাপত্তার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি।’ তিনি জানান, ধানমন্ডি-২৭, আড়ং ও আসাদগেট সংলগ্ন এলাকায় আন্দোলন থাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

ওই কর্মকর্তা আরও জানান, নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্যোগ নেওয়া হলেও বাড়তি লোকবল আনা হয়নি বাইরে থেকে। সার্জেন্ট অ্যাট আর্মসের যত লোক ছিল তা দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু