হোম > সারা দেশ > ঢাকা

ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে গ্রার্মেন্টস শ্রমিক টিইউসির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, চলতি মাস থেকে অন্তত ৫০ শতাংশ মহার্ঘ ভাতা চালু এবং ঈদের আগে পূর্ণাঙ্গ বোনাস ও সকল বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে এসব দাবি জানান তারা।

সমাবেশে গার্মেন্টস শ্রমিক টিইউসি নেতৃবৃন্দ বলেন, ‘দেশে সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন করেন গার্মেন্টস মালিকেরা। কিন্তু শ্রমিকদের পাওনার কথা এলে তাঁরাই সবচেয়ে বিত্তহীন হয়ে যান। মালিকেরা কেনা-কাটা ও ঈদ উদ্‌যাপনের জন্য কানাডা-আমেরিকা-মালয়েশিয়ায় পাড়ি জমান। অথচ প্রতি বছর ঈদ উৎসবের সময় গার্মেন্টস শ্রমিকেরা উৎসব বোনাস থেকে বঞ্চিত হয়। ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধ করা না হলে শ্রমিকদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হবে। বেসিকের সমান বোনাসের দাবি অন্যান্য বছরের মতো এবারও যদি সর্বত্র উপেক্ষিত হয়, তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে।’

বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি এবং জীবনযাপন ব্যয়ের সীমাহীন বৃদ্ধির মুখে দাঁড়িয়ে গার্মেন্টস শ্রমিকদের পক্ষে আর কোনোভাবেই জীবনধারণ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে দেশের গার্মেন্টস শ্রমিকেরা বিভিন্ন শিল্প এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ করছে। শ্রমিকদের এই চলমান আন্দোলন দমনে সরকার গ্রেপ্তার ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। শ্রমিকদের বাঁচার মতো মজুরির দাবির প্রতি সরকার ও মালিকপক্ষ কর্ণপাত করছে না।

নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে শ্রমিকের মজুরি বৃদ্ধি করা না হলে দমন-পীড়ন দিয়ে শিল্পের সুষ্ঠু পরিবেশ রক্ষা করা যাবে না। আন্দোলন দমনের পথ পরিহার করে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার মধ্য দিয়েই শিল্পে উৎপাদনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কদম ফোয়ারা, তোপখানা এলাকা ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি কাজী রুহুল আমীন, সাধারণ সম্পাদক জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম প্রমুখ।

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে