কাল সারা দেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে নিরাপদ সড়কের আন্দোলন করা শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রামপুরা ব্রিজের ওপরে শিক্ষার্থীরা মানববন্ধন করবে।
আজ বুধবার দুপুর একটার দিকে রামপুরায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন এ কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে সারা দেশের শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানানোর জন্য আহ্বান করা হয়।
এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে সেই কথা বিবেচনা করে নিরাপদ সড়কের আন্দোলন নতুন কর্মসূচি হলো, কাল বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামপুরা ব্রিজের ওপর দাঁড়িয়ে মানববন্ধন করবে শিক্ষার্থীরা। তবে এ সময় গোল হয়ে মিছিল সমাবেশ করবে না তারা। রাস্তার একপাশে দাঁড়াবে সবার হাতে প্ল্যাকার্ড থাকবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করবে। তারপর একটা মিছিল নিয়ে কালকের কর্মসূচি শেষ করবে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এইচএসসি পরীক্ষার্থীদের যাতে কষ্ট না হয় এবং নিরাপদ সড়কের আন্দোলনও সচল থাকে সেই জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। সকল শিক্ষার্থীকে এই সময়ে রামপুরা ব্রিজে আসার জন্য আহ্বান জানায় শিক্ষার্থীরা।
এদিকে হাফ ভাড়ার দাবিতে কর্মসূচি পালন করা শিক্ষার্থীরা বলছেন, আগামী ৫ তারিখের মধ্যে সারা দেশের গণপরিবহনের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।