হোম > সারা দেশ > ঢাকা

চকবাজারে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার চকবাজার ইসলামবাগ এলাকায় ৬ তলা বাসার ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম শফিকুল ইসলাম (২৩)। 

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চকবাজার ইসলামবাগ এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত শফিকুলের চাচা হাজী মো. বাদল বলেন, তাঁদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামে। বাবার নাম আব্দুর রশীদ হাওলাদার। বর্তমানে চকবাজার ইসলামবাগের ওই বাসার ৬ তলায় ভাড়া থাকতেন। ইসলামপুরে তাঁদের কাপড়ের ব্যবসা রয়েছে। দুই ভাই, দুই বোনের মধ্যে শফিকুল ছিল দ্বিতীয়। 

তিনি আরও বলেন, আজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সারা দিন বাসায় ছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে রাতে ছাদে বাতাসের জন্য গিয়েছিল। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। দেখতে পেয়ে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মৃত্যু হয়। 
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরান ঢাকার ইসলামবাগ থেকে এক যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে।

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮