হোম > সারা দেশ > ঢাকা

চকবাজারে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার চকবাজার ইসলামবাগ এলাকায় ৬ তলা বাসার ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম শফিকুল ইসলাম (২৩)। 

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চকবাজার ইসলামবাগ এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত শফিকুলের চাচা হাজী মো. বাদল বলেন, তাঁদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামে। বাবার নাম আব্দুর রশীদ হাওলাদার। বর্তমানে চকবাজার ইসলামবাগের ওই বাসার ৬ তলায় ভাড়া থাকতেন। ইসলামপুরে তাঁদের কাপড়ের ব্যবসা রয়েছে। দুই ভাই, দুই বোনের মধ্যে শফিকুল ছিল দ্বিতীয়। 

তিনি আরও বলেন, আজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সারা দিন বাসায় ছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে রাতে ছাদে বাতাসের জন্য গিয়েছিল। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। দেখতে পেয়ে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মৃত্যু হয়। 
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরান ঢাকার ইসলামবাগ থেকে এক যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক