হোম > সারা দেশ > ঢাকা

মনিপুর স্কুলে দায়িত্ব পালন করতে পারবেন না ফরহাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না ফরহাদ হোসেন। তাকে দায়িত্ব পালনের সুযোগ দিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ রোববার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন।

এর আগে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর মনিপুর স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে চিটি দেয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। পরে ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া অধ্যক্ষ ফরহাদ হোসেন। ওই রিটের প্রেক্ষিতে গত ১৩ অক্টোবর চিঠির কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এরপর রাষ্ট্রপক্ষ আপিল করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন।

২৮ সেপ্টেম্বর বোর্ডের ওই চিঠিতে বলা হয়, ষাট বছর পূর্ণ হওয়ায় ফরহাদ হোসেনের চাকরির মেয়াদ শেষ হয় ২০২০ সালের ২ জুলাই। পরে তাকে গভর্নিং বডি চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিযুক্ত তদন্ত কর্মকর্তা ওই নিয়োগ বিধি সম্মত হয়নি মর্মে প্রতিবেদন দেন। ওই প্রতিবেদন আমলে নিয়ে সেখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে চিটি দেওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ফরহাদ হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। 

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১