হোম > সারা দেশ > ঢাকা

দোহারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন রোমান নামে (১৯) এক যুবক। দোহার উপজেলার পৌরসভার দক্ষিণ ইউসুফপুর গ্রামে রডের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। নিহত রোমান দক্ষিণ ইউসুফপুর গ্রামের মুনসের ব্যাপারীর ছেলে। 

আজ মঙ্গলবার দোহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় নিয়ে যায়। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় রোমানদের নিজ বাড়ির নির্মাণাধীন ভবনে সিঁড়ির রডের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনেরা। পরে স্বজনেরা তাঁর মরদেহ নামিয়েছে বলে জানা গেছে। 

জানা যায়, গতকাল সোমবার রাত ৯টার দিকে তার নিজ ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়। সেখানে লেখা ছিল, ‘হারিয়ে যাচ্ছি যদি ভুল করে থাকি, মাফ করে দিয়ো। প্রিয়জন বলতে কেউ নেই #সবকিছুর সমাধান আত্মহত্যা। থাকতে কেউই বোঝে না, হারিয়ে গেলে সবাই খোঁজে।’ 

রোমানের প্রতিবেশীরা বলছে, ঢাকায় একটি ওয়েল্ডিংয়ের দোকানে চাকরি করতেন রোমান। এক সপ্তাহ আগে রোমান ইউসুফপুরে তাঁর বাসায় আসে। তবে, তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। প্রেমঘটিত বিষয় নিয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। 
 
নিহত রোমানের মা জানায়, ‘রাত ১০টার পরে রোমানকে কল দেই। ফোন না ধরায় কয়েকবার কল দিতেই নির্মাণাধীন ভবন থেকে রিংটোনের আওয়াজ আসে। কাছে গিয়ে দেখি, রোমান বিল্ডিংয়ের রডের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে।’ 

এ বিষয়ে দোহার থানার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘লাশের সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ 

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার