হোম > সারা দেশ > ঢাকা

দোহারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন রোমান নামে (১৯) এক যুবক। দোহার উপজেলার পৌরসভার দক্ষিণ ইউসুফপুর গ্রামে রডের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। নিহত রোমান দক্ষিণ ইউসুফপুর গ্রামের মুনসের ব্যাপারীর ছেলে। 

আজ মঙ্গলবার দোহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় নিয়ে যায়। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় রোমানদের নিজ বাড়ির নির্মাণাধীন ভবনে সিঁড়ির রডের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনেরা। পরে স্বজনেরা তাঁর মরদেহ নামিয়েছে বলে জানা গেছে। 

জানা যায়, গতকাল সোমবার রাত ৯টার দিকে তার নিজ ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়। সেখানে লেখা ছিল, ‘হারিয়ে যাচ্ছি যদি ভুল করে থাকি, মাফ করে দিয়ো। প্রিয়জন বলতে কেউ নেই #সবকিছুর সমাধান আত্মহত্যা। থাকতে কেউই বোঝে না, হারিয়ে গেলে সবাই খোঁজে।’ 

রোমানের প্রতিবেশীরা বলছে, ঢাকায় একটি ওয়েল্ডিংয়ের দোকানে চাকরি করতেন রোমান। এক সপ্তাহ আগে রোমান ইউসুফপুরে তাঁর বাসায় আসে। তবে, তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। প্রেমঘটিত বিষয় নিয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। 
 
নিহত রোমানের মা জানায়, ‘রাত ১০টার পরে রোমানকে কল দেই। ফোন না ধরায় কয়েকবার কল দিতেই নির্মাণাধীন ভবন থেকে রিংটোনের আওয়াজ আসে। কাছে গিয়ে দেখি, রোমান বিল্ডিংয়ের রডের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে।’ 

এ বিষয়ে দোহার থানার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘লাশের সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু