হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঘুম ভেঙ্গে যুবক দেখেন বিশেষাঙ্গ কাটা, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর বিশেষাঙ্গ কেটে ফেলার অভিযোগে দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ছেলের দ্বিতীয় স্ত্রী নাদিয়া ইশরাত শিলাকে (২৫) আসামি করে ভুক্তভোগীর মা মমতাজ বেগম সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আজ শুক্রবার নাদিয়া ইশরাত শিলাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার নাদিয়া ইশরাত শিলা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার নাওডোবা এলাকার মৃত ইউসুফ মোল্লার মেয়ে। তিনি তাঁর স্বামী মো. রিপনের (৩০) সঙ্গে সিদ্ধিরগঞ্জের মিজমিজির সিআই খোলা এলাকার বাদশার বাড়িতে ভাড়া থাকতেন। 

মামলার এজাহার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিপন হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন যে তাঁর পরনের লুঙ্গি ভেজা এবং তাঁর পুরুষাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। সে সময় তার স্ত্রী ঘরে নেই। তখন তিনি ঘরের লাইট জ্বালিয়ে দেখেন, তাঁর বিশেষাঙ্গ কাটা এবং বিচ্ছিন্ন। তিনি চিৎকার করলে পার্শ্ববর্তী ঘর থেকে ভাড়াটিয়া এসে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং আশপাশের লোকজন তাঁর দ্বিতীয় স্ত্রী শিলাকে আটক করে পুলিশে দেয়। 

আসামির বরাত দিয়ে পুলিশ বলছে, ভুক্তভোগী রিপন পেশায় একজন ড্রাইভার। রিপনের সঙ্গে অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলার বিয়ে হয় দুই বছর আগে। এটি তাঁর ২য় বিয়ে। হঠাৎ করে তিনি তার প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করলে তা ভালো লাগে না অভিযুক্ত নাদিয়ার। তখন রিপনের প্রতি ক্ষোভে তাঁর স্বামী রিপনকে ঘুমন্ত অবস্থায় রেখে ব্লেড দিয়ে বিশেষাঙ্গ কেটে রক্তাক্ত ও জখম করেন। 

ভুক্তভোগীর মা মমতাজ বেগম বলেন, ‘আমি এই ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে যাই। সেখানে যেয়ে দেখি আমার ছেলে হাসপাতালের বিছানায় পড়ে আছে। আমার সাথে কথা বলতে পারছে না। তার অনেক রক্তক্ষরণ হয়েছে। এতক্ষণ চিকিৎসা দেওয়ার পর সে একটুও সুস্থ হয়নি।’ 

মমতাজ বেগম আরও বলেন, ‘ডাক্তার বলেছে রিপন সুস্থ হবে, তবে অনেক সময় লাগবে।’ 

এ বিষয়ে সিদ্ধিরগজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘এ ঘটনায় গতকাল রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন এবং অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলাকে আমরা গ্রেপ্তার করেছি।’ 

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ