নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাইকোর্ট বলেছেন, দুর্নীতির কালো হাত ভেঙে দিতে হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে খুবই কঠোর। দুর্নীতি হালকাভাবে দেখার সুযোগ নেই।
ঢাকা ব্যাংকের বংশাল শাখার কর্মকর্তা রিফাতুল হকের জামিন শুনানিকালে আজ সোমবার হাইকোর্ট এসব কথা বলেন। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চে এ শুনানি হয়। আদালত জামিন না দিয়ে এ-সংক্রান্ত রুল খারিজ করে দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক।