ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের রাস্তায় ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে।
আজ সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে এই নিউজ লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। দুই পক্ষই প্রচুর ইট–পাটকেল নিক্ষেপ করছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে কক্ষে কক্ষে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তল্লাশি চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের চড়–থাপ্পড় ও মারধরের অভিযোগও করা হয়েছে।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো দুই পক্ষের সংঘর্ষ চলছে।