পুরান ঢাকার ইসলামবাগে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ১ ঘণ্টার চেষ্টায় আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বেলা সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এই তথ্য জানান। তিনি বলেন, ‘ইসলামবাগের কামালবাগে একটি বাসাবাড়িতে আগুনের খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি, হাজারীবাগ দুটি, পলাশী দুটি, সিদ্দিকবাজার থেকে দুটি ইউনিটসহ মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়।’