হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে কিশোর দগ্ধ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে ককটেল বিস্ফোরণে রাসেল (১২) নামে এক কিশোর দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাত তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে স্বজনরা। 

দগ্ধ রাসেলের বড় ভাই মো. আশিক জানান, তাঁরা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকেন। শুক্রবার রাত ৮টার দিকে বাসার কিছুটা অদূরে পাম্প থেকে পানি আনতে যাচ্ছিল সে। পথে হুমায়ুন রোডে আল বশির জামে মসজিদের পাশে আসলে সেখানে মারামারির ঘটনা ঘটে। সেখানে ককটেল বিস্ফোরণে রাসেল দগ্ধ হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাতে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। 

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানান, রাসেলের শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া জানান, গতরাতে ওই এলাকায় একটি মারামারির ঘটনা ঘটেছে। তবে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ওই কিশোর অন্য কোনোভাবে দগ্ধ হতে পারে। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ