হোম > সারা দেশ > ঢাকা

কোটা আন্দোলন: গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হওয়া বাবুল হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গলায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। গতকাল রোববার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। 

নিহত বাবুল হাওলাদারের ছেলে মো. পারভেজ হাওলাদার জানান, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার আপর গ্রামে। তবে তাঁরা রামপুরার উলন রোডে থাকতেন। বাবুল হাওলাদার রং মিস্ত্রির কাজ করতেন। 

পারভেজ জানান, গত ১৯ জুলাই শুক্রবার সকালে পূর্ব রামপুরা কাজে গিয়েছিলেন তাঁর বাবা। দুপুরে জুমার নামাজের পর সেখান থেকে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তখন ওই এলাকাতে ব্যাপক আন্দোলন ও গোলাগুলি চলছিল। তিনি হাতিরঝিল পলাশবাগ মোড় দিয়ে বাসায় ফেরার সময় রাস্তা পার হতে গেলে তার গলার নিচে একটি গুলি লাগে। খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে ওই দিনই ঢাকা মেডিকেলে এনে ভর্তি করেন। 

পারভেজের দাবি, তাঁর বাবা কোনো আন্দোলনে ছিলেন না। 

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, নিহত ব্যক্তির গলায় গুলিবিদ্ধ হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল