হোম > সারা দেশ > টাঙ্গাইল

২ সন্তানের জননীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইলর)

টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই সন্তানের জননীকে (২৬)  বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক সেলিম মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে। 

সেলিম মিয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ধোপাখালী গ্রামের ছলিম উদ্দিন ওরফে সুমো’র ছেলে। সে এক সন্তানের জনক। ভুক্তভোগী নারী একই ইউনিয়নের। 
 
ভুক্তভোগী নারী বলেন, তিন বছর আগে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়। তারপর থেকে আমি আমার দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই বসবাস করি। আত্মীয়র পরিচয়ে আমার সঙ্গে সেলিমের পরিচয় হয়। সেখান থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের কারণে সেলিম আমাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যায়। একপর্যায়ে সে আমাকে ধর্ষণ করে। পরে সেলিমকে বিয়ের কথা বললে আমার সঙ্গে টালবাহানা শুরু করে। আমি এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। 

পুলিশ জানায়, অভিযুক্ত ধর্ষক সেলিম মিয়াকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। ওই ভুক্তভোগী নারীকে তার শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার ওই ভুক্তভোগী নারী অভিযুক্ত সেলিম মিয়ার বিরুদ্ধে ধনবাড়ী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। গতকাল বুধবার রাতে মামলার রেকর্ড করা হয়। 

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।  

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর