হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

ঢামেক প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের গাছা বড়বাড়ী এলাকার একটি সিএনজি পাম্পে কাভার্ড ভ্যানে খালি সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আনোয়ারুল ইসলাম (২৭), আল আমিন (২৫), সিরাজুল ইসলাম টুটুল (২৫), পারভেজ (৩৩) ও মিঠু (২৬)।

আনোয়ারুল ইসলাম জানান, তিনি ও আল আমিন গাছা এলাকার ফাহিম বয়লার নামে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিংয়ের কাজ করেন। ডিজেলচালিত একটি কাভার্ড ভ্যান নিয়ে বড়বাড়ী এলাকার হাজি ওয়াহিদ ফিলিং স্টেশন যান। ভ্যানটিতে আনুমানিক দেড় শ খালি সিলিন্ডার ছিল। সেগুলোতেই পাম্প থেকে গ্যাস নেওয়ার কথা ছিল। গ্যাস নেওয়ার শুরুতেই বিকট এক বিস্ফোরণ ঘটে। এতে গাড়িতে থাকা পাঁচজনই দগ্ধ হন। 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শুভ দেবনাথ জানান, গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে মিঠুর ১০০ শতাংশ, পারভেজের ৮৬ শতাংশ, আনোয়ারুলের ৩৫ শতাংশ, আল আমিনের ৬০ শতাংশ পুড়ে গেছে। সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই স্টেশনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জিএমপির গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ