হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

ঢামেক প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের গাছা বড়বাড়ী এলাকার একটি সিএনজি পাম্পে কাভার্ড ভ্যানে খালি সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আনোয়ারুল ইসলাম (২৭), আল আমিন (২৫), সিরাজুল ইসলাম টুটুল (২৫), পারভেজ (৩৩) ও মিঠু (২৬)।

আনোয়ারুল ইসলাম জানান, তিনি ও আল আমিন গাছা এলাকার ফাহিম বয়লার নামে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিংয়ের কাজ করেন। ডিজেলচালিত একটি কাভার্ড ভ্যান নিয়ে বড়বাড়ী এলাকার হাজি ওয়াহিদ ফিলিং স্টেশন যান। ভ্যানটিতে আনুমানিক দেড় শ খালি সিলিন্ডার ছিল। সেগুলোতেই পাম্প থেকে গ্যাস নেওয়ার কথা ছিল। গ্যাস নেওয়ার শুরুতেই বিকট এক বিস্ফোরণ ঘটে। এতে গাড়িতে থাকা পাঁচজনই দগ্ধ হন। 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শুভ দেবনাথ জানান, গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে মিঠুর ১০০ শতাংশ, পারভেজের ৮৬ শতাংশ, আনোয়ারুলের ৩৫ শতাংশ, আল আমিনের ৬০ শতাংশ পুড়ে গেছে। সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই স্টেশনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জিএমপির গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার