হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় একটি এবং দক্ষিণ মিয়াপাড়ার আবু সাইদ সড়কের সামনে অপর দুর্ঘটনাটি ঘটে। ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক গণেশ বিশ্বাস।

উপপরিদর্শক গণেশ বিশ্বাস জানান, আজ সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে খুলনাগামী একটি ট্রাকচাপায় ভ্যানচালক রাজু শেখ নিহত (২৪) হন। রাজু সদর উপজেলার ঘোনাপাড়া  এলাকা থেকে ভ্যান চালিয়ে শহরের মান্দারতলার দিকে আসছিলেন। পাথালিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই  রাজুর মৃত্যু হয়। রাজু শেখ খুলনা জেলার তেরখাদা থানার হাতিশুরা গ্রামের আবু বক্কর শেখের ছেলে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। 

এদিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মিয়াপাড়ার আবু সাইদ সড়কের সামনে বেলা ১১টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় হান্নান ফকির (৬০) নামে এক পথচারী নিহত হন।  রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলচালক হান্নান ফকিরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় মোটরসাইকেলচালক সুদিপ্ত বণিক গুরুতর আহত হন। সুদিপ্ত বণিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হান্নান শেখ গোপালগঞ্জ পৌরসভার বিশ্বাসবাড়ী রোডের মৃত কাদের ফকিরের ছেলে। নিশ্চিত করেছেন উপপরিদর্শক গণেশ বিশ্বাস। ওই কর্মকর্তা আরও জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ