হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ সাঈদী গ্রেপ্তার  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সাঈদী অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এ সময় তাকে আটকে বাঁধা দেওয়ায় ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র‍্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে সাঈদীর রামপুরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেপ্তার ও আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। 

খন্দকার আল মঈন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহারকারী চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন সাঈদীকে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করা হয়েছে।’ 

র‍্যাব সূত্রে আরও জানা যায়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সাঈদী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে জানা গেছে ৷ অভিযোগের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে সাঈদীর বাসায় অভিযান চালায় র‍্যাব-৩। এ সময় সাঈদীকে গ্রেপ্তারে বাঁধা দেওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদকে আটক করা হয়। 

নেতাদের গ্রেপ্তার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাসান। তবে তিনি আজকের পত্রিকাকে জানান, এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার